অবরোধের সমর্থনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর সরকারি কলেজের সকল ফটকে তালা দিয়েছে ছাত্রদল। একইসঙ্গে তালার পাশে একটি করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়। সেসব ব্যানারে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে-সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ চলছে’ সম্বলিত লেখা দেখতে পাওয়া যায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের দিকে হাসানপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের সরকার তুহিনের নেতৃত্বে নেতাকর্মীরা ফটকগুলোতে তালা দেয়।
এবিষয়ে জুবায়ের সরকার তুহিন বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ভীতিকর পরিবেশ তৈরী করে রেখেছে। রাজনৈতিক সহাবস্থান ও শিক্ষার্থীবান্ধব রাষ্ট্র গঠনে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”