কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিনুল হাসানকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে “দাউদকান্দি প্রেসক্লাব” এর আয়োজনে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. মহিনুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। বিদায় সংবর্ধনা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো.হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান,প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো.হানিফ খান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান ঢালী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো: ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার,সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক মো.ইব্রাহিম খলিল ও সাংবাদিক মো. মনির হোসেন। এছাড়াও সাংবাদিক কামরুল হক চৌধুরী, সাংবাদিক মো.শাহাবুদ্দিন ও সাংবাদিক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
সরকারি আদেশে ইউএনও মো.মহিনুল হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে ।