পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠিতি প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্ক চেয়েছে ভারত। পাকিস্তান দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাতে মোদি এই চিঠি লিখেন।
তিনি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর সে জন্য আস্থা ও ভীতিশূন্য পরিবেশ দরকার।
ভারত ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্কের আভাস হিসেবে দেখা হচ্ছে মোদির এই চিঠিকে।
করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের জনগণ ও ইমরান খানের সফলতা কামনা করেছেন মোদি।
ভারতের সরকারি সূত্র জানিয়েছে, প্রতি বছরই পাকিস্তানকে এমন একটি চিঠি লেখা হয়।
পাকিস্তানের সঙ্গে নানা ইস্যুতে বৈরী সম্পর্ক চলছে প্রতিবেশী ভারতের সঙ্গে। দেশ ভাগের পর থেকে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধও হয়েছে। সীমান্তে মাঝে-মধ্যে দুদেশের মধ্যে গুলি বিনিময়েরও ঘটনা ঘটে। হঠাৎ করেই গত মাস থেকে দুই দেশের মধ্যে সীমান্তে যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছে।
সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ভারতকে অতীত কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, সেই আভাসেই সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদি। তবে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে যে উত্তেজনা রয়েছে তাতে সম্পর্ক ভালো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।