কুমিল্লা বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামে আপন দুই ভাই- বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে এ আপন ভাই বোনের মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশের সৃত্রে জানা যায় শুক্রবার (৭ জুন) দুপুরে খাবার খাওয়ার পর তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদর মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের দিঘীরপাড়ের হাফেজ নেছার আহমেদের ছেলে আব্দুর রহমান(২) ও তার মেয়ে খাদিজা আক্তার ( ৪)।
শুক্রবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন বড়ুরা থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, হাফেজ নেছার আহমেদের স্ত্রী তার সন্তানদের সকালে কাঁঠাল দিয়ে রুটি খাওয়ান এবং দুপুরে ডাল দিয়ে ভাত খাওয়ানোর পর তারা উভয় বমি করতে থাকে, পরে তাদের অবস্থা খারাপ হলে প্রথমে বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলে আব্দুর রহমানের মৃত্যু হয়। আর কুমিল্লা মেডিকেল থেকে ঢাকা নেওয়ার পথে শিশু খাদিজার মৃত্যু হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহতদের বমি করা খাবার খেয়ে ৯টি মুরগী সাথে সাথেই মারা যায়।
বরুড়া থানা অফিসার ইনচার্জ মো.রিয়াজ উদ্দিন বলেন, শিশু দুইটির বাবা- মায়ের দাবি খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শিশু দুইটির কি কারনে মৃত্যু হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।