কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় রেললাইনের উপর থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবকের একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অপর দুই যুবকের শরীর থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল।
পুলিশ তাৎক্ষণিকভাবে সাইফুল ইসলাম নামে এক যুবকের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি বলছে, সাইফুল একজন টোকাই এবং তার বাবা-মাও কুমিল্লা রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে বসবাস করে। তার স্থায়ী ঠিকানা দেবীদ্বার উপজেলার মাটিয়া মসজিদ এলাকায়।
নিহত অপর দুই যুবকের এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন,‘ধারণা করা হচ্ছে রাত আনুমানিক সাড়ে ৩টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা প্রাণ হারিয়েছে। ঢাকা–চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ১৬২ নম্বর পিলারের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।