কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতে পক্ষে কাজ করার আহবান জানিয়েছে আওয়ামীলীগ। মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে নিয়ে এ আহবান জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনোনয়ন প্রত্যাশিদের বলেন, কেউ না ডাকলেও নিজেরাই যেন নৌকার পক্ষে কাজ করেন-যাতে কেউ বলতে না পারে নৌকার জয়ে তাদের কোন ভূমিকা নেই অথবা নৌকা হারলেও কেউ যেন অপবাদ দিতে না পারে তাদের কারনে নৌকা হেরেছে। কুমিল্লার নেতারা এ সময় আওয়ামীলীগ করেও দীর্ঘ ১৩ বছর ধরে কুমিল্লায় কিভাবে নিগৃহীত হয়েছেন তার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।
শুক্রবার সকাল ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপির সভাপতিত্বে অন্তত ২ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী ছাড়াও ৩ জন কুমিল্লার নেতা উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হওয়া বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা প্রত্যেকেই কুমিল্লার পরিস্থিতি তুলে ধরেন এবং বিগত দিনগুলোতে কুমিল্লা আওয়ামীলীগের রাজনীতিতে লাঞ্চনার তথ্য তুলে ধরেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন। বৈঠকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি অংশ নেন। কুমিল্লার নেতাদের মধ্যে আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা আওয়ামীলীগের প্রাক্তন যুগ্মআহবায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান বিপ্লব, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রুবেল,সাবেক ছাত্রলীগ নেতা কাজী ফারুক আহমেদ,পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য।
অন্য নেতাদের মধ্যে কুমিল্লা জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা শাহিনুল ইসলাম শাহিন, যুবলীগ নেতা মহিউদ্দিন মহি, উপস্থিত ছিলেন।