কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে শ্রীয়াং এলাকায় গলা কেটে দুই ভাই সহ তিন জন হত্যাকান্ডের মূল আসামী মৃত্যু দন্ডপ্রাপ্ত মো. রাসেলকে আটক করেছে রেব ১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২ এর একটি দল। গতকাল রোববার রাতে তাকে কুমিল্লার সদর উপজেলার আলখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। রেব এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার দুপুরে রেব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান। তিনি জানান, ২০০৭ সালে একরাতে শ্রীয়াং বাজার থেকে ব্যবসা শেষে কাচামাল ও পান ব্যবসায়ি দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং অপর পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফেরা পথে দন্ড প্রাপ্ত আসামি রাসেল তার সহযোগীরা টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ভিকটিমরা আক্রমনকারীদের চিনতে পারায় প্বার্শবতি মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন লাকসাম থানায় মামলা করেন। ২০১৮ সালে ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক নাহার বেগম শিউলি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জন আসামির বিরুদ্ধে মৃত্যু দন্ড রায় দেন। আসামিদের মধ্যে রাসেল ও স্বপন পলাতক ছিল। এ মামলার অন্য তিন আসামি আবদুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছেন।