কুমিল্লা প্রতিনিধি
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার অংশে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী – স্ত্রী সহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন ।
রোববার সকাল ৭ টার দিকে দেবীদ্বার উপজেলার সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন ছাগলনাইয়া পৌরসভার যশপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার স্বপ্না (৪৮) ও শ্যালিকা সোনাগাজী উপজেলার দক্ষিন চর চান্দিয়া গ্রামের লন্ডন প্রবাসী মাইন উদ্দিনের স্ত্রী সালমা আক্তার নাজমা (৪৫)। নিহত গিয়াস উদ্দিন
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো – গ- ২৫-২৪০৫ নম্বরের প্রাইভেটকারটি ঢাকা হতে ফেনী যাচ্ছিলো । এসময় সাহারপাড় এলাকার আজহার মেম্বারের বাড়ির সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছাইলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয় ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল ৭টায় সাহারপাড় এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়ীতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। পরে মরদেহগুলো উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।