নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,বিগত ১৫ বছরে কুমিল্লা কে শান্তির জনপদে পরিনত করেছি।কুমিল্লা আজ ইভটিজিং মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত।গত ৫০ বছর ধরে আমি কুমিল্লার মানুষের সাথে আছি।কুমিল্লার গণমানুষের কল্যাণে কাজ করছি।কুমিল্লার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে। বাহার এমপি আরও বলেন, চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১ সালের আলামত শুরু হয়ে গেছে।পদ্মা সেতু, এটমিক পাওয়ার প্ল্যান্ট, মেট্রোরেলে, এলিভেটর এক্সপ্রেস,কর্ণফুলী ট্যানেলের মত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে এলিভেটর এক্সপ্রেস কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। নেত্রী ঘোষণা দিয়েছেন,২০৩০ সালে আজ থেকে ৭ বছর পর দেশে আর গরীব লোক থাকবে না। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আগামী নির্বাচনে সবাই শেখ হাসিনা কর্মী হিসাবে কাজ করতে হবে। সোমবার রাত ৮ ঘটিকায় কুমিল্লা নগরীর কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক। ত্রি-বার্ষিক সন্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি বেলাল হোসেন কে সভাপতি কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।