কুমিল্লা প্রতিনিধি
পরিবেশবান্ধব টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নগরীতে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনে অনুমোদন পেয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামছুল আলম। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেয়েছে। আমরা আগামী ১৬ তারিখ সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবো। এ ব্যাপারে আমাদের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সাথে আলোচনা করে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ওয়াসা যে কুমিল্লার মানুষের কি কাজে লাগবে তা গঠনের পর বুঝা যাবে। এটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ এবং পয়নিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।
এর আগে ২২ জুলাই কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিষয়ক একটি আলোচনা সভায় কুমিল্লা সিটিতে ওয়াসা গঠনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় বলে জানান এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
তখন তিনি বলেন, কুমিল্লায় সুয়ারেজ সিস্টেম করতে হবে। এজন্য কুমিল্লায় ওয়াসা করতে হবে। এ ব্যাপারে ফাইল সিগনেচার করে মাননীয় প্রধানমন্ত্রী কাটছে পাঠানো হয়েছে কুমিল্লাতে ওয়াসা করার জন্য।