দলের গঠনতন্ত্র পরিপন্থি হলেও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নিজ দলের নেতা-কর্মীকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ। এই সুযোগে কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের ভোট যুদ্ধে নৌকাকে টেক্কা দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন “ঈগল” প্রতীকের হয়ে শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন এবং বিটেশ্বর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা এ কথা জানান। নির্বাচনী প্রচারণায় অংশ নেন, কুমিল্লা -১ আসনের ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করা,স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। মারুকা ও বিটেশ্বর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন তিনি। ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ ব্যারিস্টার নাঈম হাসানকে দেখতে ছুটে আসেন। এসময় তারা নাঈম হাসানকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত নাঈম হাসানের গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসান বলেন,নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দল থেকে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমাকে সমর্থন দেওয়া তাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের ভোট আগামী সাত জানুয়ারি ঈগল প্রতীকের জয় সুনিশ্চিত।
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম নয়ন, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। দুই ইউনিয়নের আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।