লিটন সরকার বাদল, দাউদকান্দি
খেলাধুলার মাধ্যমে কার্যকরভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা সক্ষম হবে বলে মনে করেন দাউদকান্দি – মেঘনা আসনের সাংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া।
তিনি বলেন,খেলাধুলার মাধ্যমে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা এবং যুব সমাজকে মাদকসহ বিপথগামী হওয়া থেকে রক্ষা করবো। আর এর মাধ্যমে আমরা দেশকেও এগিয়ে নিয়ে যাবো।’খেলাধুলায় রুখবে জঙ্গিবাদ,এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ।
১০ সেপ্টেম্বর শনিবার বিকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত
৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান,দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনসহ আরও অনেক।