কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পষ্টে রুমা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের গজারিয়া কাজী বাড়ীর সৌদিআরব প্রবাসী মো: ইউসুফ মিয়ার স্ত্রী। এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
জানা গেছে, সোমবার (২২ আগস্ট) দুপুরে ঘরের আর্থিং রডের তারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুমা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৩ জন আহত হয়েছে। আহতরা হলো: একই বাড়ীর ইসমাইল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৪৫), আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও জয়নাল আবেদীনের মেয়ে আইরিন আক্তার (১৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
পারিবারিক ও স্থানীয় সৃত্রে জানা যায়,প্রবাসী ইউসুফ মিয়ার পুরনো মিটার খুলে নতুন মিটার লাগানো হয়। তবে পুরাতন আর্থিং রডটি অরক্ষিত ছিলো।
চৌদ্দগ্রাম পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মনোয়ারুল ইসলাম বলেন, আর্থিং রডের কাজ ইলেক্ট্রেশিয়ানরা করে তবে ঘটনাটি বেদনাদায়ক।
এ বিষয়ে গুনবতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এর মোবাইল ফোনে কল করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।