দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে এমপি পদে নির্বাচন করতে আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু.মুশফিকুর রহমানের নিকট ওই পদত্যাগ পত্র জমা দেন।জানা যায়, সোমবার দুপুর আড়াইটায় দলীয় নেতাকর্মী ও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট পদত্যাগ পত্র জমা দেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এর আগে দুপুর ১২টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাদের নিকট থেকে বিদায় নেন তিনি। পরে কয়েকশত দলীয় নেতা-কর্মীদের নিয়ে হরতাল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ উপজেলা সভাপতি আলহাজ¦ জয়নুল আবেদীনের মৃত্যুরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুণ্য হয়। ওই পদে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছিলেন। তিনি কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক।