দেশব্যাপী ডেভিলহ্যান্টের অভিযানের অংশ হিসেবে দাউদকান্দিতে আওয়ামী’লীগ ও ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আবু বকর সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (১২ এপ্রিল) দুপুরে দাউদকান্দি পৌরবাজারে অভিযান চালিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী’লীগের সভাপতি বিকাশ সাহা ও হাসানপুর শহীদ নজরুল ইসলাম ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুরানপুর বর্তমানে সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার ছেলে বিকাশ সাহা (৬১) অপরজন পৌরসদরের তুজারভাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে সাহাদাত হোসেন (২৯)। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযানের অংশ হিসেবে দু’জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।