কুমিল্লার তিতাস উপজেলায় দৈনিক মানব জমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো.জুয়েল রানার উপর একদল সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানে।
খোজ নিয়ে জানা যায় তিতাস উপজেলার রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ কয়েকজন মিলে বাতাকান্দি বাজারে পরিকল্পিত ভাবে হযরত আলীর চায়ের দোকানে গিয়ে জনসম্মুখে অতর্কিত সন্ত্রাসী হামলা করে মারধর করে পালিয়ে যায়।
এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে তিতাস উপজেলায় গেলে ওই খানে ও সাংবাদিক জুয়েলকে হুমকি দেয় রাজিব। এবিষয়ে সাংবাদিক জুয়েল বলেন (৩০ জুলাই) তার ফেসবুক আইডি থেকে তিতাস উপজেলা মহিলা আওয়ালীগ নেতৃদের লাল শাড়ি পড়া একটি ছবি পোস্ট দিয়েছিল,সেই পোস্টকে কেন্দ্র করেই এই হামলা করে তারা।
সাংবাদিকের হামলার ঘটনাটি থানায় অবহিত করা হলে তাৎক্ষণিক উপপরিদর্শক (এস আই) তানভীরকে ঘটনা স্থলে পাঠানো হয়। আহত সাংবাদিক তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।