দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা জেলার দাউদকান্দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্তর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন , দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ হানিফ মিয়া,দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সার স্টেশন কর্মকর্তা মোঃ রাসেল,দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর কবির চৌধুরী প্রমূখ।এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান,সাংবাদিক,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিতি ছিলেন।