দাউদকান্দি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) আড়াইটার দিকে পৌরসভার বিশ্বরোডে একটি সমাবেশ করে।
সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে দাউদকান্দি পৌর জারিফ আলী শিশু পার্কের সামনে আসে। এখানে আসার পর জমায়েত হয়ে সরকার বিরোধী শ্লোগান দেওয়ায়র জেরে
স্থানীয় আওয়ামী লীগ নেতা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে বাধা সৃষ্টি করে।
পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলকারীরা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।