কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে মো: দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।২রা ডিসেম্বর শনিবার বিকাল আনুমানিক ৫ টায় সময় গৌরীপুর পশ্চিম বাজারে একটি গল্লিতে বসে চা খাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এসময় ৮/১০ জন এসে তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ভিকটিমের বড় ভাই মো: আক্তার হোসেন জানান, তার ভাইকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তিনি তার ভাইকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো: আসাদুজ্জামান জানান,পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের পুলিশি অভিযান চলছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা রয়েছে।