কুমিল্লা জেলার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই কর্তৃক সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
সোমবার(৯ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীপুরে”আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধন কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই কর্তৃক সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে নগদ অর্থ সহায়তা প্রদান ও নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন৷
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আলমগীর হোসেনের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাইয়ের উপদেষ্টা ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ),মোহাম্মদ আলী সুমন,কেন্দ্রীয় নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ,সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসান প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.তৌহিদ আল হাসান,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মোজাম্মেল হক,হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.জাহাঙ্গীর আলম,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া সরকারসহ স্থানীয় বিশিষ্ঠজন ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামে পিতা আনোয়ার হোসেন ও মা লিপি আক্তারের হাতে নগদ অর্থের চেক তুলে দেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনসহ অতিথি বৃন্দ।