দাউদকান্দি উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিএনপি জামাতের অবরোধ,পুলিশ আনসার সদস্যকে হত্যা,অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ১২ নভেম্বর) বিকালে উপজেলার পরিষদ এলাকার সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহীন নোমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিউলী আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল মাহমুদ,উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পাপিয়া আক্তার প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন,” বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। আমরা শক্ত হাতে বিএনপি-জামায়াতের অবরোধ-আগুন সন্ত্রাস প্রতিরোধ করবো।”