কুমিল্লা দেবীদ্বারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পৌর চাপানগর একাদশ ও নারায়নপুর একাদশ অংশ গ্রহন করেন। এতে ৩- ২ গোলে জয় লাভ করেন নারায়নপুর একাদশ।
শুক্রবার( ৩ জানুয়ারী) বিকালে সাড়ে ৩ টায় দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর উত্তর মধ্যে পাড়া ফুটবল মাঠে যুব সমাজের আয়োজনে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির চার বারের সাবেক এমপি আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য উত্তরসূরী জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজালাল মোল্লা, জেলা উত্তর মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবীদ্বার পৌরসভার বিএনপির সাবেক সহ সভাপতি মো. সুদন ডিলার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ,সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুকবল হোসেন,ছাত্রদল নেতা মো. বিল্লাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুক ইসলাম,সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু এবং খেলাটি পরিচালনা করেন মানছুরুল হক। হাজারও ফুটবল প্রিয় দর্শকরা আনন্দে মেতে উঠে এতে খেলার চারপাশে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠে। বিজয়ী দলের ফ্রিজ উপহার ও রার্নাসআপ কে রঙিন টেলিভিশন উপহার দেন ছোট আলমপুর বন্ধুমহল সংগঠন।