কুমিল্লা দেবীদ্বারে নির্যাতনে শিকার স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন। এতে নেতাকর্মীরা তাদের গায়েবী মামলা অবলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
শুক্রবার বিকালে দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন (বিল্লু) বলেন- শেখ হাসিনার অবৈধ সরকার শাসন আমলে বিভিন্ন সময়ে নির্যাতনে শিকার হয়েছি এবং আমার নামে একাধিক বার গায়েবী মামলা দেওয়া হয়েছে। বর্তমানে ৩০টি মামলা মাথায় নিয়ে জর্জরিত। মাসের পর মাস কারাগারে দিন যাপন করেছি। আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর ভাংচুর ও লুট করেছে, জামিন নিয়ে বের হলে আবার গ্রেফতার করা হত। অবিলম্বে আমার বিরুদ্ধে অন্যায় ভাবে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এদিকে ছাত্রদলের প্রচার সম্পাদক বাছির সামিউল বলেন- তার বিরুদ্ধে ২২ টি গায়েবী মামলা রয়েছে। তিনি বলেন- ১৬ টি বছর আমি ফরারি জীবন পার করছি,অবিলম্বে আমার বিরুদ্ধে দায়ের করা গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানাই। পৌর ছাত্রদলের ইউসুফ রাজ বলেন-আমার বিরুদ্ধে থানা ও আদালতে ১৮ টি মামলা রয়েছে,এসব মামলার বাদী কে বা কি কারনে করা হয়েছে তা আমি জানিনা। থানায় যেকোনো মামলা করা হলে আমাকে আসামী করা হত।আমি ও আমার পরিবার আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। একের পর এক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে আমার অর্থনৈতিক খতিগস্ত করেছে। তাই এসব মিথ্যা গায়েবী মামলা প্রত্যহারের দাবী তুলেন এ নেতারা।