ভোরের নতুন সূর্য উঠার মধ্যে দিয়ে ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে প্রহেলা বৈশাখ বর্ষবরণ। দেবীদ্বারে নানা আয়োজনে ১৪৩১ বঙ্গাব্দ বাংলা নববর্ষ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সভাপতিত্ব উপজেলা পরিষদ হলরুমে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ(এমপি), এ সময় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া,এমপি’র সহধর্মিনী সাদিয়া সাবা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রাহমান, পৌর আ’লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সরকার, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়। অপর দিকে পৌরসভার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করেন দেবীদ্বার পৌরসভা। মঙ্গল শোভাযাত্রাটি দেবীদ্বার পৌরসভা চত্বর হতে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রদক্ষিণ শেষ করেন। এ সময় পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমসহ ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।