দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা- ৪ (দেবীদ্বার) সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদ ও তার সহযোগী অঙ্গ সংগঠন। পরে একটি আনন্দ রেলী বের হয়ে পৌরসভার প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য- শীর্ষক এক আলোচনা সভা ও পুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ (এমপি),বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. নয়ন মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ আরোও অনেকে।