দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেল ৩ টায় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেনের পরিচালনায় এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন কুমিল্লা-৪ দেবীদ্বার’র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর। ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন, ফতেহাবাদ ইউনিয়ন বনাম ধামতী ইউনিয়ন। খেলায় ২-০ গোলে ধামতী ইউনিয়নকে পরাজিত করে ফতেহাবাদ ইউনিয়ন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।