আনিছুর রহমান সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কুমিল্লা দেবীদ্বার পৌর বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটির ঘোষণা করা হয়। বৃহস্পতিবার( ৪ এপ্রিল) বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. রহমত হোসেন ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তারের স্বাক্ষরিত এক নির্দেশিত তথ্যে এ কমিটি প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে দেবীদ্বার পৌর কার্যকরী কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিব। এছাড়া ৮ নির্বাহী সদস্যরা হলেন- গোপাল, রুহুল আমিন, হাবিব, নাজমুল, মোবারক,আশিক, শাকিল ও শরীফ।