1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ ১০ বিজিবির ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভা বুড়িচংয়ে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ৪০ দিন পর সাব্বিরের মৃত্যু কুমিল্লায় বাস চাপায় দাদি- নাতি নিহত দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনীময় মাজারে হামলা ভাংচুরে জামায়াতের সম্পৃক্ততা নেই কুমিল্লায় সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সূচনা, টুটুল, বাবলুসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

Translate:

দেবীদ্বারে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে বিএনপির নবনির্বাচিত পৌর কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় বিএনপি অপর পক্ষের হামলা ও টেবিল চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে, এসময় অন্তত: ১০ জন নেতা-কর্মী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৮টায় দেবীদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামর সরকার বাড়িতে।
বিএনপি দলীয় নেতা-কর্মীরা জানান, শুক্রবার রাতে সাবেক বিএনপি নেতা জিএস হোসেন সরকারের মরিচাকান্দা গ্রামের বাড়ির উঠানে পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর সমর্থকরা নবনির্বাচিত দেবীদ্বার পৌর আহবায়ক কমিটির পরিচিতির লক্ষ্যে ১নং ওয়ার্ডের মরিচাকান্দা ও রাজেখাচর গ্রামের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা চলাকালে বিএনপি মঞ্জু মূন্সীর সমর্থকরা অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার, টেবিল ভাংচুর করে। এসময় তাদের হামলায় অন্তত ১০জন নেতা-কর্মীকে আহত হয়।
ওই সভার প্রধান অতিথি বিএনপি পৌর আহবায়ক কমিটির আহবায়ক ভিপি মাহফুজুর রহমান সরকার বলেন, সভায় স্থানীয় বিএনপি নেতা মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত পৌর আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি শেষে আমি শুভেচ্ছা বক্তব্য দানকালে হঠাৎ ১৫/২০ জন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী কিরিচ, রামদা, লাঠি-সোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত: ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ২০/২৫টি চেয়ার ও মঞ্চের টেবিল ভাংচুর এবং সভার শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে দেয়।
এসময় গ্রামবাসীরা প্রাণভয়ে দ্বিগবিদ্বিক পালিয়ে প্রাণ রক্ষা করে। আহতদের মধ্যে বিএনপি পৌর কমিটির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, মোঃ আলাউদ্দিন সরকার, মোঃ তৈয়ব আলী সরকার, মোবারক হোসেন, সাইফুল ইসলামসহ ১০ জন রয়েছেন।
এ ঘটনায় শুক্রবার রাত ১১টায় দেবীদ্বার সরকার বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে আহত মো. আলাউদ্দিন সরকার বাদী হয়ে এজাহারনামীয় ৩ জন আব্দুর রহিম, তাজুল ইসলাম, সাইফুল ইসলামসহসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিএনপি নেতা মাহফুজ ওই হামলার ঘটনায় দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে ৪ বারের নির্বাচিত বিএনপির সাবেক দলীয় সংসদ সদস্য ও বিএনপি কুমিল্লা (উঃ) জেলা সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থকদের দায়ি করেন। তিনি বলেন, ওই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। উর্ধ্বতন নেতাদের সাথে কথা বলে প্রতিবাদ সভারও আয়োজন করছি।
অপরদিকে সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থক বিএনপি দলীয় স্থানীয় নেতা আব্দুল আলীম জানান, বিএনপি তারেক মূন্সীর সমর্থকরা এখানে সভা করছেন এ বিষয়ে আমরা কেউ জানতামনা। ঘটনার পর শুনতে পাই এখানে হামলা ভাংচুর হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর কোন সমর্থকও এখানে ছিলেন না হামলাও করেননি। কে বা কারা হামলা করেছে তাও আমরা জানিনা। ওই হামলার দায় আমাদের উপর চাপাতে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে। উপরন্ত তারেক মূন্সীর সমর্থকরা মঞ্জু মূন্সী সমর্থক সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম সাইফুল ও তার দোকান পার্টনার স্বেচ্ছাসেবকদলের নেতা খোরদেশ আলমের দোকান ভাংচুর করেছে।সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুল জানান, এ ঘটনার পর রাতে তারেক মূন্সীর সমর্থকরা তার দোকান ভাংচুর এবং দোকানের কর্মচারী মো. সজিবকে মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী মুঠোফোনে জানান, বিএনপির পৌর আহবায়ক কমিটির এক মতবিনিময় সভায় শুক্রবার রাতে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থকরা হামলা করেছে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ দিকে জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর মোঠোফোনে জানতে চাইলে তিনি বলেন- পরস্পর শুনেছি, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিনা। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুলের দোকান ভাংচুর করেছে বলে শুনেছি।
শুক্রবার রাত সাড়ে ১১টায় এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমি থানার বাহিরে আছি, বিএনপি দুই গ্রুপের হামলার ঘটনায় এখনো থানায় কেউ মামলা বা অভিযোগ করেছে কিনা তা জানিনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবিদ্বারে ১১ শহীদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবেবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ ১০ বিজিবিরঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভাবুড়িচংয়ে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীদেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ৪০ দিন পর সাব্বিরের মৃত্যুকুমিল্লায় বাস চাপায় দাদি- নাতি নিহতদেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনীময় মাজারে হামলা ভাংচুরে জামায়াতের সম্পৃক্ততা নেইকুমিল্লায় সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহতকুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সূচনা, টুটুল, বাবলুসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা