সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ভোর সকালে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ,শিক্ষা প্রতিষ্ঠা ও বিভিন্ন সংগঠনসহ সকল শহীদদের স্বরনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তি যোদ্ধা চত্বর ও গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজন গোলাম মোস্তফা স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা নিগার সুলতানা সভাপতিত্বে কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া। উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিণী সাদিয়া সাবা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফি উদ্দীন শফি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রাহমান বাবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিদের ক্রেস দিয়ে বরণ করার পর মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহনকারী স্কুল ছাত্র ছাত্রীদের বিজয়ীদের নাম ঘোষণা করে পুস্কার প্রদান করা হয়।