নিজস্ব প্রতিবেদক //
সনাতন হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূঁজা। কুমিল্লা দেবীদ্বারে করোনা কারনে স্বাস্থ্য বিধি মেনে উপজেলায় ৯০ টি পূজামন্ডব শারর্দীয় দূর্গা পূঁজা চলছে। বুধবার বার দিন ব্যাপী দেবীদ্বার উপজেলার বড়শালঘর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ, গুনাইঘর দক্ষিন, ও ধামতী ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এই শারর্দীয় দূর্গা পূঁজা শান্তি পূর্ন ভাবে সফল করার লক্ষে প্রতিটি মন্ডবে গিয়ে খোঁজ খবর নিয়ে তার ব্যাক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অর্থ সহ ২টি করে কাপড় উপহার প্রদাব করেন।