দেবীদ্বারে আলোচিত ব্যবসায়ি সায়েম হত্যাসহ একাধিক হত্যা-ধর্ষণ-জবরদখল মামলার আসামী ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম ও এ হত্যাকান্ডে জড়িত চেয়ারম্যনের পুত্র আব্দুল্লাহ আল-মামুন তার দুই সহযোগী মো. মোস্তফা ও মিন্টু মিয়াসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ- মানববন্ধন- প্রতিবাদ সভা করেছে কয়েকশত এলাকাবাসী। দেবীদ্বার থেকে এ আর আহমেদ হোসাইন জানান,
এ সময় প্রায় কয়েকশত নারী- পুরুষ ব্যানার ফ্যাষ্টুন, প্লেকার্ড নিয়ে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৯ নং গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুকবল হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, যুব ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, নাজিম উদ্দিন মাষ্টার, ইউনুছ সরকার, সায়েম হত্যা মামলার বাদী মো. আবু কাউছার সরকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে উপজেলাব্যাপী বৃহত্তর আন্দোরনের ঘোষণা দেন। গত ৮ এপ্রিল পাওনা টাকা আদায়ের লক্ষ্যে একদল সন্ত্রাসী দিয়ে আবু সায়েম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন। পরে সায়েম কে পরিকল্পিত ভাবে
হত্যা করা হয়েছে বলে দাবী করেন সায়েমের পরিবার। সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করা হলেও অন্যানয় আসামীরা আড়ালে। নিহতের ভাই মো. আবু কাউছার বাদী হয়ে এজহার নামীয় ৪ জন ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ ঘটনায় দেবীদ্বার থানায় একটিত্যা মামলা দায়ের করেন।