দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ে সামষ্টিক মূল্যায়ন ২০২৩ সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টায় এ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আয়োজনে,বিষয় শিক্ষকদের বাস্তবায়ন উদ্যোগে এ সেমিনার সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজামেহার ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজের অধ্যাপক মতিউর রহমান, স্কুলের পরিচালনা পর্ষদ এর নির্বাহী পরিচালক,মোহাম্মদ মনিরুজ্জামান,নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মোল্লা,নির্বাহী পরিচালক মো.ফখরুল ইসলাম মোশারফ,সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম,সহকারী শিক্ষক সাংবাদিক এ আর আহামেদ হোসাইন,সুমন মিয়া, মো.নাজিম উদ্দীন,মো.হাবিবসহ স্কুলের ৬ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে শিখনকালীন দলগত তৈরি করা দেয়াল পেপার পরিদর্শন করেন অতিথিরা। শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়ন,সামষ্টিক মূল্যায়ন ও আচরণিক মূল্যায়নের বিষয়টি গুরুত্ব সাথে তুলে ধরে বক্তারা এ সময় বলেন,নিউ ক্যারিকুলাম ২০২৩ একটি বাস্তবমুখি শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতায় শিক্ষার মান উন্নয়নের পথধারা।