এ আর আহমেদ হোসাইন দেবীদ্বর কুমিল্লা
মহামারি করোনা শিক্ষা ব্যবস্থায় কিছুটা
স্থবিরতা করে দিলেও তথ্য প্রযুক্তির ব্যবহার করে এসএসসি পরীক্ষায় উপজেলার শীর্ষস্থান অর্জন করেন দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও জিপিএ ৫ পেয়ে পুরো উপজেলায় ১ম স্থান অর্জন করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার সকাল ১১ টায় জিপিএ ৫ পাপ্তি সকল ছাত্র ও ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন ওই স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি ডা.মানছুরল হক ও পরিচালনা পর্ষদ এর সদস্য মোহাম্মদ আলী মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক,সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. সাদ্দাম হোসেন, মো. ইব্রাহীম খলিল, মো. রুবেল রানা, ও মাহবুবা নীলাসহ আরোও অনেকে।
সারা দেশজুড়ে সোমবার ২৮ নভেম্বর প্রকাশ করা হয় ২০২২সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের মোট পরীক্ষার্থী ১৩০ জন এ স্কুল শত ভাগ পাশ এবং ৪৪ জন জিপিএ ৫ অর্জন করেন। উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয়। ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি দাখিল মাদ্রাসা। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৩৮৬ জন।