দেবীদ্বার: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫ নং বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা নবিয়াবাদ মডেল কলেজ মাঠে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলনের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। সম্মেলনের শুরুতে রিপোর্ট ও শোক প্রস্তাব পাঠ এবং নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদনার্থে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বশির আহমেদ’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশীদের’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, সদস্য কালীপদ মজুমদার, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন সরকার, আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল ভিপি, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছলেহ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
বিএনপি জামাত জোট সরকারের আমলে ভোটের গনতন্ত্র ছিলনা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে প্রমানিত হয় আওয়ামী লীগ সরকার গনতন্ত্রের সরকার। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকেই নির্বাচন করতে হবে।