1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৬ আইনজীবী কারাগারে, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেবীদ্বারে ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতা দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩ খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিএনপির বিক্ষোভ বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশকে এগিয়ে নিতে হলে, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই-গাজী গোলাম মূর্তজা পাপ্পা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি //
গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা ব‌লে‌ছেন, “একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সুশিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়।”র‌বিবার (১৯ ডি‌সেম্বর) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এলআরপি-৫১ এর আয়োজনে কি‌শোরী‌দের নেতৃ‌ত্বে গ‌বেষনার ফলাফল অব‌হিতকরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। সন্তান‌দের সু‌শিক্ষায় শি‌ক্ষিত কর‌তে হ‌বে উ‌ল্লেখ ক‌রে গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা ব‌লেন, “সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাদের সবসময় নিজের শত ব্যস্ততার ভেতরেও সময় দিতে হবে। খেয়াল রাখতে হবে তার সব প্রকার কর্মকাণ্ড। সুশিক্ষায় শিক্ষিত করতে ভূমিকা রাখতে হবে সর্বোচ্চ। তাহলে হয়তো সন্তানের ভবিষ্যত আরও বেশি উজ্জ্বল হবে। বাংলাদেশ পাবে একজন আদর্শবান সুনাগরিক, জাতি পাবে আশার বাতিঘর।”
‌তি‌নি ব‌লেন, “সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষিত সন্তানরাই পারে এ সমাজ ও জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে।”
মাদ‌কের বিরু‌দ্ধে সবাই‌কে রু‌খে দাড়া‌নোর আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, মাদকের বিরুদ্ধে সকলে সোচ্ছার হউন। যে ব্যক্তি মাদক সেবন ও বিক্রেতাকারীকে সহায়তা করবে তাদেরকে আমি ছাড়ব না। মাদকের সাথে কোন আপোষ নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জা‌হেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের সদস্য বজলুর রহমান, সে‌লিনা আক্তার রিতা, মোয়া‌জ্জেম হো‌সেন ও ওমর ফারুক ভুঁইয়া, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির সহ অ‌নে‌কে।উ‌ল্লেখ্য, গত সে‌প্টেম্বর মাস থে‌কে ন‌ভেম্বর মাস পর্যন্ত চনপাড়া এলাকার ১২ জন কি‌শোরী মে‌য়ের মাধ্য‌মে একশন এইড বাংলা‌দেশ এর সহ‌যোগীতায় এক‌টি গ‌বেষনা করা হয়। এই গ‌বেষনায় ১২ থে‌কে ১৭ বছর বয়‌সি মে‌য়েরা অংশ গ্রহণ ক‌রে। কো‌ভিড কালীন সম‌য়ে কি‌শোরী মে‌য়ে‌দের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মান‌সিক স্বাস্থ্য বিষ‌য়ে গ‌বেষনা‌টি করা হয়। গ‌বেষনা‌টি প‌রিচালনা ক‌রেন, সুমাইয়া, কল্পনা, পূ‌র্নিমা, সুরভী, শিলা, তান‌জিলা, রা‌হিমা, মীম, নুরজাহান, শ্রাবনী ও স্মৃ‌তি। এই গবেষনায় এলাকার মে‌য়ে‌দের যৌন প্রজনন স্বাস্থ্য ও মা‌নসিক স্বাস্থ্যের বিষ‌য়ে বি‌ভিন্ন সমস্যা গু‌লো উ‌ঠে আসে। গ‌বেষনায় দেখা যায়, এলাকার অ‌ধিকাংশ মানুষ এখনও যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষ‌য়ে কুসংস্কারাচ্ছন্ন ও অস্বাস্থ্যকর নিয়ম মে‌নে চ‌লে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ