কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুসংগঠিত সংগঠন। বিএনপি-জামায়াতের বিগত হরতাল- অবরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যেকটি জেলা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হরতাল-অবরোধদের বিরুদ্ধে অবস্থান ছিল কুমিল্লায়। কুমিল্লায় ২০-২৫ টি সম্পটে আওয়ামী লীগ হরতাল অবরোধের বিরুদ্ধে অবস্থান দিয়ে শান্তি সমাবেশ করে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষনা হলে তারা অগ্নিসন্ত্রাস বাড়াতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে ,আরও সংগঠিত হতে হবে। অবরোধে দিন ভোর থেকে পালাক্রমে সারাদিন মহাসড়কের স্পর্টগুলিতে শক্ত অবস্থান গড়তে হবে। সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের তরুন কর্মীরা অবস্থান নিবেন। তাদের পাশাপাশি দুপুর থেকে বয়স্করাও যাবেন।কোন নেতা-কর্মী ঘরে বসে থাকা যাবে না। আমাদের নেত্রী বলেছেন, অগ্নিসন্ত্রাসীদের কোন ছাড় নেই। যে হাত দিয়ে তারা অগ্নি সন্ত্রাস চালাবে সে হাত পুড়িয়ে দিতে হবে। নেত্রীর নির্দেশ অনুসারে আমিও বলি, শান্তির কুমিল্লায় কেউ শান্তি বিনষ্ট করতে চাইলে ক্ষমা করা হবে না। অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মহানগর আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনসভায় সম্প্রতি মহানগর আওয়ামীগের ২৭ টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে যে নতুন কমিটি গঠন করা হয়েছে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।