কিশোরগঞ্জ প্রতিনিধি :
বন্ধুর জন্মদিনে যাওয়ার কথা বলে রেলস্টেশনের রেস্টহাউজে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেলওয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এদিকে অভিযুক্ত সাগরকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রেলওয়েতে কর্মরত মাহমুদুল হাসান সাগর সম্পর্কে শিশুটির খালাতো ভাই। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলার রেস্ট হাউজে নিয়ে যায় সাগর। পরে টয়েলেটে হাত-পা বেঁধে ওই শিশুকে ধর্ষণ করে সে। চিৎকার শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে। এ সময় জানালা দিয়ে পালিয়ে যায় সাগর। এ ঘটনায় রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। বলে জানিয়ে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত ওই কর্মচারীকে বহিষ্কারের কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়ের ভাই বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাগরকে ধরতে অভিযান চলছে।