কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ৪ নভেম্বর বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০০ পিস ভারতীয় শাড়ীসহ ২ জনকে ও ১৩ কেজি গাঁজাসহ ১ জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে ছোট ধুশিয়া গ্রামের আইয়ুব আলী হুজুরের বাড়ীর পুকুরের দক্ষিণ পাশে (সবুজ পাড়া – শিদলাই) গামী কাঁচা রাস্তার উপর হইতে আসামী মোজাম্মেল হোসেন(২২) এবং বিল্লাল হোসেন @ বিলু(২৯) কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ হাবিব (৩৫) নামে একজন পালিয়ে যায়।পুলিশ তাদের দখল হইতে ৪০০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করে।মোজাম্মেল হোসেন ব্রাহ্মণপাড়া থানার বেগমাবাদ গ্রামের জয়নাল আবেদীন ছেলে এবং বিল্লাল হোসেন কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার মৃত আব্দুর রশীদের ছেলে।
পলাতক আসামী মোঃ হাবিব কুমিল্লা জেলার মুরাদনগর থানার গুঞ্জর গ্রামের (পিতা অজ্ঞাত) ছেলে।পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।
এছাড়া এসআই মোহাম্মদ সৌরভ হোসেন ও শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে (সাহেবাবাদ জিরুইন) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ সোহাগ(৩১) কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদ লিটন(৩০) এবং বাহারুল (৩৫) পালিয়ে যায়। পুলিশ তাদের দখল হইতে ১৩ কেজি গাজাঁ উদ্ধার করে।
মোঃ সোহাগ কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পলাতক আসামী আসাদ ( অজ্ঞাত) এবং বাহারুল ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল গ্রামের ( পিতা অজ্ঞাত) ছেলে। পুলিশ তাদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন,”আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।