কুমিল্লা দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার রাস্তার মাঝখানে বিদ্যুতের ৫টি খুঁটি রেখে সড়কে আরসিসি ও কার্পেটিং এর ঢালাই কাজ করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা প্রকৌশলী অফিস সৃত্রে জানা যায়- চলতি বছরের ২১ ফেব্রুয়ারীতে প্রায় ১৭ কোটি ৫৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে দেবীদ্বার জিসি- দুলালপুর ভায়া আব্দুল্লাহপুর সড়ক দেবীদ্বার অংশের প্রায় ৮ কিলোমিটার সড়কের আরসিসি ও কার্পেটিং কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়, তবে এটি শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুলাইয়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়- দেবীদ্বার থানা গেইট পুরাতন বাজার থেকে শুরু করে গোমতী নদীর বেরি বাঁধ পর্যন্ত ১৮ ফুটের সড়কের ৫/৬ ফুট মাঝখানে বৈদ্যুতিক পাঁচটি খুঁটি রেখে ঢালাই কাজ করা হয়।
কোটি টাকা ব্যয়ে এ জনবহুল রাস্তাটি সংস্কার করা হলেও এতে যানচলাচল ও পথচারীদের বড় ধরনের সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় আব্দুল ওয়াহেদ সরকার বলেন- মাঝ রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো না হলে হাজার হাজার পথচারী দুর্ভোগ পোহাতে হবে। এছাড়াও রাস্তার দুই পাশে সিএনজি চলতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির কারনে ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। মো.শাম মিয়া জানান, সড়ক সংস্করনে রাস্তা সরু হয়ে যায় বলে পথচারীদের যানচলাচলের জন্য নিজের দোকানঘর ভেঙে প্রায় ১ ফুট জায়গা ছেড়ে দিয়েছি,মাঝ রাস্তায় যদি বৈদ্যুতিক খুঁটি থাকে তাহলে ১৮ ফুট রাস্তা সংস্কার করে কি লাভ হলো। তাই দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবী জানান এলাকাবাসী।
রবিবার সকাল ১১ টায়- উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন- পল্লী বিদুৎ অফিসে চিঠি দেওয়া হয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেবীদ্বার পল্লী বিদুৎ সমিতি ১- এর ডিজিএম মো. রেজাউল করিম খান বলেন- রাস্তা সংস্করনের পূর্বে বিদ্যুৎ অফিস কে জানানো হয়নি, তবে উপজেলা প্রকৌশলী অফিস থেকে চিঠি পেয়েছি বৈদ্যুতিক খুঁটি সরানোর বিল পেলে কাজ করা হবে।