কুমিল্লার দেবীদ্বারে বাস সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাড়ে ৯ টায় উপজেলার জাফরগন্জ ইউনিয়নের কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়কের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাফরগন্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু ছেলে জুনায়েদ( ১২) ও তার মেয়ে ফাহিমা আক্তার ( ৯)। তারা দুই জনেই ছগুরা এবতেদায়ি মাদ্রাসায় পড়াশুনা করতেন। স্থানীয় সৃত্রে জানা যায়- নিহতের পিতা মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা করে এলাকার ছুগুরা এবতেদায়ি মাদ্রাসায় তাদেরকে পৌছে দিতে গেলে মাদ্রাসার অদূরেই কুমিল্লাগামী সুগন্ধা পরিবহন বাসের সাথে তাদের বহন করা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশু দু’জন শিক্ষার্থী জুনায়েদ ও ফাহিমা নিহত হয়। আহত হন নিহতদের বাবা মো. জাহাঙ্গীর আলমসহ তিন জন। পরে স্থানীয়রা ছুটে এসে নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম জানান – সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দু’শিক্ষার্থী নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে যানবাহন দুটি উদ্ধার করেন। তবে চালকরা পালিয়ে যায়।