বঙ্গনিউজবিডি ডেস্ক: গুলশানের একটি ফ্লাটে কলেজ পড়ুয়া এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত কর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রী তার সরকারি বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু আইন অনুযায়ী চলবে। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে। এটি তদন্তাধীন রয়েছে। সেই তদন্তের পরই আমরা বলতে পারবো।
গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় কলেজ পড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার রাতেই গুলশান থানায় মামলা করেন তান বোন। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।
এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই বসুন্ধরা গ্রুপের এমপি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ মে’র মধ্যে আদালতে দাখিল করার আদেশ দেন।