বুধবার বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিহতের প্রতিবেশী জুয়েল রহমান জানান। তিনি বলেন, নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মুরাদ। পড়ে কয়েকজনকে নিয়ে তাকে হাসপাতাল নিয়ে যাই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। থানায় এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।