লিটন সরকার বাদল, (দাউদকান্দি-কুমিল্লা)প্রতিনিধি//
২১ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক “যুগান্তর” দাউদকান্দি প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার প্রত্যাশার স্টাফ রিপোর্টার সাংবাদিক শহীদুর রহমান বাবুলের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলেক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), কুমিল্লা উত্তর শাখার আয়োজনে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখনে, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম সুভন। বক্তব্য রাখেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ হানিফ খান, সূচনা কমিউনিটি ডট টিভির সম্পাদক মোঃ শাহীন চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও নিসচা’র সদস্য হোসাইন মোহাম্মদ দিদার, ডাঃ মোজাম্মেল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার আলম সোহেল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাম্মৎ সেলিনা ইসলাম, গৌরীপুর সৃস্টি সাহিত্য সংস্কৃতি সংঘের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর প্রচার সম্পাদক এসএম মিজানুর রহমান, সদস্য বাবু শ্যামল রায়, অনুষ্ঠান পরিচালনা করেন নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। উল্লেখ্য ২০০১ ইং সালের ২১ সেপ্টেম্বর সাংবাদিক শহীদুর রহমান বাবুল দাউদকান্দি থেকে নিজবাড়ি দশপাড়া বেবিট্রেক্সী যোগে যাওয়ার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর পেট্রোলপাম্পের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।