কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকার নিত্যপণ্য ও সারের দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করায় মেসার্স রহমান ট্রেডার্সকে ১০ হাজার টাকা,ক্রয় ভাউচার সংরক্ষণ না করে এবং মজুদের লাইসেন্স না নিয়ে ইচ্ছেমত মজুদ করে ও নিজের মন মতো দাম নির্ধারণ করে পেয়াজ, চাল ও চিনি বিক্রয় করায় মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৩০ হাজার টাকা একই অভিযোগে মেসার্স আল আমিন স্টোরকে ২০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আজ উক্ত এলাকার দুধ,মুদি, ফল, মাছ, মাংস ও সবজির দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন।