দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বড়ুরা উপজেলায় জুয়া খেলার টাকা যোগাতে স্ত্রীর সাথে বাজী ধরে শ্বশুরবাড়ির এলাকা থেকে গরু চুরি করে জেলার দেবীদ্বার উপজেলার ছোটনা- মোহনপুর এলাকার সরকার বাড়ির পুকুর পাড়ে বে-রসিক পুলিশের তল্লাশী চৌকিতে গরুসহ হাতেনাতে ধরা পড়েছেন জামাই ও তার আরো দুই বন্ধু।
গত সোমবার রাতে বড়ুরা উপজেলার বিলপুকুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে এবং একই দিনের রাত দেড়টায় দেবীদ্বার থানার পুলিশ গরুবোঝাই একটি সিএনজি অটোরিকশাসহ তিন চোরকে আটক করে। এরা সবাই সিএনজি এবং অটোরিকসা চালক এবং পেশাদার চোর ও মাদক চোরাকারবারী। এদের মধ্যে জুয়েল বড়ুড়া উপজেলার ঝলম গ্রামের কামলাপাড়া এলাকার আবদুল জব্বারের মেয়ের জামাই। বুধবার দুপুরে ৩ গরু চোরকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
ওই ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া (ঝলম) গ্রামের মৃত- জিন্নত আলীর পুত্র মো. আমির হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানার ধর্মপুর (পশ্চিম চৌমুহনী) গ্রামের তৈয়ব আলীর পুত্র সিএনজি চালক (জামাই) মো. জুয়েল(২৬), তার বন্ধু কোতয়ালী থানার চম্পকনগর (আলু কোল্ড ষ্টোরেজের পাশে) গ্রামের মো. আব্দুস সাত্তারের পুত্র মো. রাসেল(২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর (মসজিদ বাড়ির) গ্রামের মৃত- খোকন মিয়ার পুত্র মো. সুজন মিয়াকে(২৫) কে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি মামলা করেছেন। (মামলা নং-১৩/৩৫, তাং ১৪/০২/২০২৩ইং)।
পুলিশ জানায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জুয়া খেলার টাকা যোগাতে ৩ বন্ধু মিলে জুয়েলের স্ত্রীর সাথে বাজী ধরে গরুচুরি করে পালাতে যেয়ে পুলিশের তল্লাসী চৌকীতে জামাইসহ ২ বন্ধু (গরু চোর) আটক হয়ে জেল হাজতে ঠিকানা পায়।
মামলার বাদী মো. আমির হোসেন জানায়, গতকাল সংবাদ পাই গরুসহ ৩ জন চোর দেবীদ্বার থানায় আটক আছে। থানায় যেয়ে আমি আমার গরু সনাক্ত করে ৩ জনকে অভিযুক্ত করে মামলা করি। ৩ সদস্যের গরু চোরদের মধ্যে জুয়েল সিএনজি চালক এবং বরুড়া উপজেলার ঝলম গ্রামের কামলা পাড়ার মৃত- আব্দুল জব্বার মিয়ার মেয়ের জামাই।
আটক সিএনজি চালক জুয়েল জানায়, সে তার দুই বন্ধু রাসেল ও সুজনকে নিয়ে শ্বশুর বাড়ি বরুড়া উপজেলার ঝলম কামলা বাড়িতে বেড়াতে যাই। আমার বন্ধু রাসেল আমার স্ত্রীর সাথে বাজী ধরে বলে আমরা তোমাদের বাড়ির আশপাশ থেকে যে কোন একটি জিনিস চুরি করব। তখন তার স্ত্রী বলে ঠিক আছে পারলে চুরি করো। রাসেল ও সুজন পাশের গ্রাম থেকে একটি গরু নিয়ে আসে। তখন আমরা ৩ বন্ধু মিলে গরুটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার পথে টহল পুলিশের হাতে আটক হই।
বুধবার দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর থানায় জানান, জুয়েলসহ তিন বন্ধু মিলে জুয়েলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশের গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় দেবীদ্বারে পুলিশের তল্লাসী চৌকিতে আটক হয়। আটক তিনজনই পেশাদার চোর এবং জুয়ারী। আটক তিন চোরই জানায় তারা জুয়া খেলার টাকা যোগাতে পরিকল্পিত ভাবে গরুটি চুরি করেছিল। এদের ৩ জনের বিরুদ্ধেই কুমিল্লার বিভিন্ন থানায় ৩/৪টি করে চুরি ও মাদক আইনে মামলা রয়েছে।