দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগকরা আবুল কালাম আজাদের পক্ষে কাজ করায় ফাহিম খাঁন (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার উপজেলার বাগুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরতর আহত ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহত ফাহিম মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবং উপজেলার ছোটনা গ্রামের মো. ফরিদ খাঁনের ছেলে। আহত ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খাঁন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ফাহিম খাঁন কুমিল্লা থেকে এসে দেবীদ্বার উপজেলার বাগুর বাস স্টেশনে নেমে ছোটনা বাড়ির দিকে রওয়ানা হয়। ওই সময় কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লিটন সরকারের নেতৃত্বে ১০/১২জন চিহ্নিত সন্ত্রাসীরা ফাহিমকে দেখিয়ে বলে ‘ওই স্বতন্ত্র প্রার্থীর লোক’ বলেই লাঠি, রাম দা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় ফাহিম সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচার জন্য দৌড় দিলেও তাকে ধরে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ফাহিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিটন সরকার বলেন, এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা, একটি পক্ষ নৌকাকে বির্তকিত করতে এবং আমাকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে। আমি আইন শৃংখলা বাহিনীকে অনুরোধ করবো ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, ওই হামলার ঘটনায় আহত ফাহিম খান বাদী হয়ে একটি অভিযোগ নিয়ে আসছিল। দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনী অভিযোগটি সংশোধনের জন্য নিয়ে যায়। অভিযোগটি নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।