কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন- জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্ৰামের মনু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৮) ও হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্ৰামের মৃত জীবন মিয়ার ছেলে শাহজালাল (২৫)। থানা সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টহলরত অবস্থায় হোমনা থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মুরাদনগর থেকে আসা সিএনজিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন,এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।