আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় মরহুম আলহাজ্ব এএফএম আবদুল মোমেন স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টে ভুরভুরিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। দৌলতপুর মিঠাইভাঙ্গা যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে হোমনা উপজেলার খোদেদাউদপুর একাদশকে ৩-০ গোলে হারিয়ে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগরের সভাপতিত্বে প্রধান আকর্ষন ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া,প্রধান মেহমান ছিলেন পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম ও উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার। বিশিষ্ট সমাজ সেবক জোনাব আলী ভূইয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা,ওসি জয়নাল আবেদীন,উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, হোমনা সরকারী কলেজের অধ্যাপক রেজাউল করিম, মরহুম আবদুল মোমেনের ছেলে গ্রামীন ফোনের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মইনুল মোমেন,মেয়ে ট্রাষ্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদা মোমেন ও ডিজিএইচএস বিশেষজ্ঞ ডা. নুসরাত মোমেন,বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলা ধারা বর্ননায় ছিলেন কবি দেলোয়ার ও প্রধান রেফারি ছিলেন সফিকুল ইসলাম মুন্না। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।