আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনা থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এর অস্রুসিক্ত নয়নে বিদায় ও নবাগত ওসি জয়নাল আবেদীন এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে হোমনা থানার আয়োজনে মঙ্গলবার রাতে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,পৌর মেয়র এ্যাড,মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,বিদায়ী ওসি মো.সাইফুল ইসলাম,নবাগত ওসি জয়নাল আবেদীন,পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, ও এএসআই মো. কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআই নুরুল্লাহ ভুইয়া।