কুমিল্লার হোমনায় জনপ্রতিনিধিদের অংশগ্রহনে জনপ্রতিনিধি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহমেদ জাকির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল আহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার মো. মহিউদ্দিন,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামসহ ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. রাহিদ হাসান দাদন, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আতিকুর রহমান ভুইয়া, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শরিফ সরকার।ধারা বর্ণনায় ছিলেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার। জানা গেছে, টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে জনপ্রতিনিধি নিয়ে গঠিত ১০ দল অংশ গ্রহণ করেন।টূর্ণামেন্টে লীগ পদ্ধতিতে ৩০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।